মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | ক্রিভি রিহ-এ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৮, শিশু ৯ জন

SG | ০৫ এপ্রিল ২০২৫ ১৩ : ৫৭Sourav Goswami


আজকাল ওয়েবডেস্ক: ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহ-এ রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৯ জন শিশু বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরগেই লাইসাক জানিয়েছেন, একটি আবাসিক এলাকায়, শিশুদের খেলার মাঠের কাছে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। “এমন এক বেদনা, যা আপনার শত্রুরও প্রাপ্য নয়,” গভর্নর লাইসাক টেলিগ্রামে লিখেছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া, তবে যাচাই না হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়— ধোঁয়া ওঠা ধ্বংসস্তূপের মধ্যে রাস্তায় পড়ে আছে কিছু নিথর দেহ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এই হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, এটি ছিল একটি “নির্ভুল উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র হামলা”, লক্ষ্য ছিল একটি রেস্তোরাঁ যেখানে, মস্কোর ভাষ্য অনুযায়ী, ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা ও পশ্চিমী প্রশিক্ষকেরা বৈঠক করছিলেন।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেঙ্কো জানিয়েছেন, এই হামলায় পাঁচটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং প্রমাণ সংগ্রহ করছে। তিনি বলেন, “রাশিয়ার এই যুদ্ধাপরাধের প্রমাণ সংরক্ষণে পুলিশ কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের বক্তব্য রেকর্ড করছে।”

এর আগে শহরটিতে একটি আলাদা ড্রোন হামলায় আরও একজন বেসামরিক নাগরিক নিহত এবং তিনজন আহত হন বলে গভর্নর লাইসাক জানান।

রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি, যিনি এই শিল্পশহর ক্রিভি রিহ-তেই জন্ম ও বেড়ে ওঠেন, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “এই যুদ্ধের একটিমাত্র কারণ— রাশিয়া যুদ্ধবিরতি চায় না, এবং আমরা তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। গোটা বিশ্ব তা দেখছে।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসন এখনও শেষ হয়নি। বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও শান্তির কোনো সুনির্দিষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। এএফপি জানায়, চলতি বছর একসময় মার্কিন ও ইউক্রেনের যৌথ প্রস্তাবিত নিঃশর্ত যুদ্ধবিরতিও প্রত্যাখ্যান করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কৃষ্ণ সাগর অঞ্চলে যেকোনো সম্ভাব্য বিরতির শর্ত হিসেবে ক্রেমলিন পশ্চিমী নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুদ্ধ দ্রুত শেষ করতে চাপ দিয়ে আসছেন, তবে এখনো কোনো শান্তি চুক্তি বাস্তবায়ন করতে পারেননি। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “আমরা দীর্ঘ আলোচনায় জড়াব না, যদি না রাশিয়া শান্তি নিয়ে আন্তরিক বার্তা দেয়। আমরা খুব শিগগিরই বুঝে যাব রাশিয়া শান্তি চায় কি না।”

ফ্রন্টলাইন থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের ক্রিভি রিহ শহরটি এই যুদ্ধ চলাকালীন বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।


Kryvyi RihRussiaUkraine

নানান খবর

নানান খবর

পাকিস্তানের মাথায় হাত, বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

চারতলা বাড়ি রয়েছে, তবু চার বছর গাড়িতেই রাত কাটাচ্ছেন যুবক, কারণ জানলে চমকে যাবেন

ক্যাব চালানোর সময় তেড়ে তর্ক করেন জেন-জেড চালকরা! সমীক্ষায় যা তথ্য উঠে এল

সার্জিক্যাল স্ট্রাইকের ভয়ে কাঁপছে পাকিস্তান, অতীত থেকে শিক্ষা নিয়ে সীমান্তে কী এমন করল পাক সেনা?

কানাডার ওটাওয়ায় আপ নেতার মেয়ের রহস্যজনক মৃত্যু, চার দিন ধরে ছিলেন নিখোঁজ, শুরু তদন্ত

বিয়ে করলেও নিতে হবে না দায়িত্ব! নয়া বিবাহে ঝোঁক বাড়ছে চীনের তরুণ প্রজন্মের

পহেলগাঁও হামলা: যে কোনও সময় পাকিস্তানের মাটিতে অনুপ্রবেশ করবে ভারতীয় সেনা, দাবি সে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর

৯ মে পালিত হবে রুশদেশের মহান দেশপ্রেমিক দিবস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা প্রেসিডেন্ট পুতিনের, কী কারণ জানাল ক্রেমলিন

আচমকা অন্ধকার নেমে এল ইউরোপের তিন দেশে, কেন এমন অবস্থা জানুন

চুরি যাওয়া গাড়ি কিনতে লাখ লাখ ব্যয় করলেন এক ব্যক্তি, কাহিনী শুনলে চোখ কপালে উঠবে!

যুক্তরাষ্ট্রে শিশুদের মায়েদের হঠাৎ নির্বাসন, উঠছে মানবাধিকারের প্রশ্ন

বাড়ির বাগান থেকেই উদ্ধার জুরাসিক যুগের ফসিল, তারপর...

বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি ভিসা ছাড়াই ভ্রমণ করেছিলেন ৫০-টির বেশি দেশ, চিনে নিন তাঁকে

আসছে নতুন ভাইরাস-মানবজন্ম হবে ক্ষণস্থায়ী, চরম সতর্কবার্তা দিলেন বাবা ভাঙ্গা

সোশ্যাল মিডিয়া